গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দৌলতদিয়া-খুলনা মহাসড়কে রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছে। আজ মঙ্গলবার গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুই ব্যক্তি মাহেন্দ্রর যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় নিহত হয়েছেন সোহেল (৪০)। তিনি ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের বাসিন্দা। আহত ব্যক্তির নাম মজিবর রহমান। তিনি ফরিদপুর জেলার চরভদ্রাশন উপজেলার শালিপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আলাদীপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বেপরোয়া গতিতে মাহেন্দ্রটি মহাসড়ক দিয়ে ফরিদপুর থেকে দৌলতদিয়া যাচ্ছিল। এ সময় যেকোনো গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে মাহেন্দ্রর দুই যাত্রী নিচে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন এবং মজিবর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুর্ঘটনার পর পরই মাহেন্দ্রটি নিয়ে চালক পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন এসআই রউফ।