কক্সবাজার পৌরসভার মেয়র বরখাস্ত

কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মো. খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘কক্সবাজার থানার মামলা নম্বর ৩৬, তারিখ-১৫.০২.২০১৩ স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নং-১৯০/২০১৫-এ দাখিলকৃত অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গ্রহণ করা হয়েছে। ফলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১(১) ধারার বিধানমতে কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী তিনদিনের মধ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(২) উপধারা অনুযায়ী প্যানেল ১-এর বরাবরে দায়িত্ব হস্তান্তরের জন্য বরখাস্তকৃত মেয়রের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সে অনুযায়ী প্যানেল মেয়র-১ জিসান উদ্দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন।’
হত্যাসহ তিনটি ফৌজদারি মামলার আসামি হওয়ায় কক্সবাজার পৌরসভার মেয়র ও জামায়াত নেতা সরোয়ার কামালকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে সংঘটিত ঘটনায় তিনজন নিহত হন। ওই ঘটনায় ৩০ জন পুলিশ সদস্যসহ আহত হয়েছিল প্রায় ২০০ জন।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কক্সবাজার পৌরসভার মেয়র সরোয়ার কামালসহ ২৭৩ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করে। গত ১২ নভেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম এই তিন মামলার অভিযোগ গঠন করেন।