মেহেরপুরে পৌর নির্বাচনের দাবিতে মিছিল
সীমানা নির্ধারণ নিয়ে করা মামলা প্রত্যাহার করে মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সচেতন পৌরবাসী।
urgentPhoto
আজ শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর কাঁসারিপাড়া মোড় থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লবের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান। মিছিলে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী-পুরুষ অংশ নেন।
এ সময় বর্তমান মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বামনপাড়া সীমানা নিয়ে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনারুল ইসলামের করা মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনার।