উখিয়ায় গোলা বিস্ফোরণে সেনাসদস্য নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় শীতকালীন মহড়ার সময় গোলা বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম ইব্রাহিম বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সেনাবাহিনীর ১৬ ইসিবির কর্মকর্তা মেজর নাহিদ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে এখনো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেজর নাহিদ আরো জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহড়ার সময় প্রতি ভাগে ছয়জন করে সদস্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। এ সময় একটি কামানের গোলা বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে আইএসপিআর থেকে পরে জানানো হবে বলেও জানান সেনা কর্মকর্তা মেজর নাহিদ।