কক্সবাজারে পুড়ল ৩২ দোকান, গুদাম

কক্সবাজার শহরের গোলজার বিপণিবিতানের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সময়ে উখিয়ার সদরের একটি মার্কেটে আগুন লেগে ৩২টি দোকান পুড়ে গেছে। আজ রোববার সকালে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ জানান, সকাল ৭টার দিকে উখিয়া স্টেশনের মার্কেটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট সেখানে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩২টি দোকান পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
এ ছাড়া সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের এন্ডারশন রোডে অবস্থিত গোলজার বিপণিবিতানের দ্বিতীয় তলার কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছার আগেই সেটি পুড়ে যায়।
গুদাম মালিক দাবি করেছেন, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।