মেহেরপুরে পৌর নির্বাচনের দাবিতে বিএনপির বিক্ষোভ
মেহেরপুর পৌরসভার সীমানা জটিলতা নিয়ে করা মামলা প্রত্যাহার করে পৌর নির্বাচন দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ হয়েছে। তবে আজ মঙ্গলবার পৌর বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
আজ বেলা ১১টার দিকে মেহেরপুর প্রেসক্লাবের সামনে সমাবেশে সভাপত্বি করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ অরুন।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, আবদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সেন্টুসহ স্থানীয় নেতারা।
সমাবেশ শেষে মাসুদ অরুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। এ সময় মিছিলে অংশ নেন শহরের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মীরা।
মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বামনপাড়া সীমানা নির্ধারণ নিয়ে সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনারুল ইসলামের করা হাইকোর্টের মামলায় মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।