বরগুনায় ‘বিদ্রোহী’র ছড়াছড়ি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/03/photo-1449146337.jpg)
বরগুনার তিনটি পৌরসভায় মেয়র পদে ২০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিদ্রোহী প্রার্থীই আটজন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচজন এবং বিএনপির তিনজন।
জেলার চারটি পৌরসভার মধ্যে আমতলী ছাড়া বাকি তিনটিতে নির্বাচন হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত বরগুনা পৌরসভায় মেয়র পদে সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র মো. শাহাদাত হোসেন, সাবেক মেয়র অ্যাডভোকেট মো. শাহজাহান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ুন কবীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, জাতীয় পার্টি থেকে সার্জেন্ট (অব.) মো. আবদুল জলিল এবং এনপিপি থেকে মাহবুবুল আলম মান্নু মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র দাখিল করেন।
বরগুনার পাথরঘাটা পৌরসভায় মেয়র পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র আনোয়ার হোসেন আকন, বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান মেয়র মল্লিক মো. আইউব, বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান এবং জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
এ ছাড়া কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।
বরগুনার বেতাগী পৌরসভায় মেয়র পদে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে মনোনীত বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কবীর, আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান মেয়র মো. আলতাফ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান। বিএনপি মনোনীত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবীর এবং বিএনপির বিদ্রোহী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম লাভলু, কেন্দ্রীয় যুবদলের সদস্য কামরুজ্জামান মিলন, জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাসির উদ্দিন পীযূষ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবদুল ওয়াজেদ এবং জামায়াতে ইসলামীপন্থী মো. মাহবুবুর রহমান মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন।
বেতাগী পৌরসভায় কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।