রাজবাড়ীতে মেয়র পদে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আজ বৃহস্পতিবার রাজবাড়ীর তিনটি পৌরসভায় মেয়র পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।
রাজবাড়ী পৌরসভা : রাজবাড়ীতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মহম্মদ আলী চৌধুরী, বিএনপির ধানের শীষ প্রতীকে অর্ণব নেওয়াজ মাহমুদ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে শুকুর চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
পাংশা পৌরসভা : পাংশায় মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মাসুদ বিশ্বাস, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান মেয়র ওয়াজেদ আলী মন্ডল, বিএনপির ধানের শীষ প্রতীকে চাঁদ আলী খান, জাতীয় পার্টির তজিবর রহমান, জাসদের মাসুদুর রহমান, জামায়াতে ইসলামীর ফরহাত জামিল এবং স্বতন্ত্র সিদ্দিক মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন।
গেয়ালন্দ পৌরসভা : গোয়ালন্দে পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নজরুল ইসলাম মন্ডল, আওয়ালী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সুজ্জল, বিএনপির আবুল কাশেম, জাতীয় পার্টির হেলাল উদ্দিন এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান মেয়র শেখ মো. নিজাম মনোনয়নপত্র দাখিল করেছেন।