ভোলার ৩ পৌরসভায় মেয়র পদপ্রার্থী ১০ জন
ভোলার তিনটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির ১০ জন মেয়র পদে, ৮৪ জন কাউন্সিলর ও ২২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এর মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোলা পৌরসভায় মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, আওয়ামী লীগ মনোনীত জেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র মো. মনিরুজ্জামান মনির ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আলামিন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুব্রত কুমারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় নেতা-কর্মীরা প্রার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগ সমর্থকরা ভোলা শহরের বাংলা স্কুল মাঠে হাজারো নেতা-কর্মী নিয়ে দোয়া মাহফিলের আয়োজন করেন। সেখানে দোয়া শেষে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মেয়র মনিরুজ্জামান মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া জেলা বিএনপির কার্যালয়ে হাজারো নেতা-কর্মী নিয়ে মোনাজাত শেষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার আলামিন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মো. আতাউর রহমান মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।
১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শুধু মঞ্জুরুল আলম মনোনয়নপত্র জমা দেন। ২ নম্বর ওয়ার্ড থেকে মো. ইব্রাহিম খোকন ও মনিরুল ইসলাম ওমর; ৩ নম্বর ওয়ার্ড থেকে সালাউদ্দিন লিংকন ও বিলকিস জাহান মুন মুন; ৪ নম্বর ওয়ার্ড থেকে রুহুল আমিন, ইসমাইল হোসেন ও শওকত হোসেন; ৫ নম্বর ওয়ার্ড থেকে শহিদুল ইসলাম সিকদার, বশির হাওলাদার ও এফরানুর রহমান মিথুন মোল্লা; ৬ নম্বর ওয়ার্ডে আব্দুর রব আখন, আবুল কালাম, আব্দুর রহমান ও ওমর ফারুক; ৭ নম্বর ওয়ার্ডে জাফরুল্লাহ ছোটন, মোবারক আলম তানজিদ ও মো. মাহে আলম; ৮ নম্বর ওয়ার্ড থেকে আতিকুর রহমান, শাহ মো. ফরহাদ হোসেন মনির, মো. নাছির উদ্দিন হেলাল; ৯ নম্বর ওয়ার্ড থেকে মাইনুল ইসলাম শামিম, কাদের কিবরিয়া রিপন ও জুনরুল রাইন রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে ১, ২, ৩ নম্বর ওয়ার্ড থেকে নাহিদা আখতার ও নাজনিন আখতার; ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড থেকে সামসুন্নাহার সোনিয়া, নাজনিন আখতার রুমা, মিতা দাস ও নাসিমা হেলাল এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে সামসুন্নাহার বেগম, খাদিজা আখতার সুরমা ও রাজিয়া সুলতানা মনোনয়নপত্র জমা দেন।
এদিকে বোরহানউদ্দিন পৌরসভায় বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পৌরসভায় কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দেন।
অপরদিকে ভোলার দৌলতখানে পৌর মেয়র পদে আওয়ামী লীগের একজন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দুজন এবং বিএনপির একজন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন দৌলতখান পৌর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বর্তমান মেয়র মো. জাকির হোসেন তালুকদার। বিদ্রোহী প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন পৌর বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন কাকন।
কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন।