ফিরিয়ে আনা ৪৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর

তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমার থেকে ফিরিয়ে আনা অভিবাসনপ্রত্যাশী ৪৮ বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ৪৩ জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে রেড ক্রিসেন্টের মাধ্যমে হস্তান্তর করা হয়।urgentPhoto
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ফেরদৌস আহমেদ জানান, এই অভিবাসীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে ১৮টি জেলার ৮৬ জন দালালের নাম পাওয়া গেছে। এদের সবার বিরুদ্ধে মামলা করা হবে।
আইওএম এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার আসিফ মুনীর জানান, ৪৮ অভিবাসী দেশের ১৩ জেলার বাসিন্দা।
গত বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তসংলগ্ন মিয়ানমারের মংডুর ঢেঁকিবুনিয়া ক্যাম্পে বিজিবি-বিজিপি পতাকার বৈঠকের পর এসব অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। এর আগে ছয় দফায় আরো ৭২৯ জন অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ নিয়ে সাত দফায় মোট ৭৭৭ জন অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরিয়ে আনা হলো।