সুপার শেফ প্রতিযোগিতায় কক্সবাজার থেকে ঢাকায় আসছেন দুজন

রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৬ কক্সবাজার অঞ্চলের প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীরা। ছবি : এনটিভি
রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ ২০১৬ কক্সবাজার অঞ্চলের প্রাথমিক বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। চূড়ান্ত পর্বের জন্য ঢাকায় যাচ্ছেন দুজন।
কক্সবাজার শহরের প্রিন্স অব কক্স কমিউনিটি সেন্টারের হলরুমে আজ শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত এই বাছাই পর্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন। তার মধ্যে লিখিত পরীক্ষায় নির্বাচিত হন ১০ জন। এই ১০ জনই রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পান। রান্না প্রতিযোগিতায় সেরা হওয়া দুজন চূড়ান্ত পর্বের জন্য ঢাকায় যাচ্ছেন। তাঁরা আগামী মার্চ মাসে এনটিভির লাইভ রান্না অনুষ্ঠানে অংশ নেবেন।
লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়া প্রথম স্থান অধিকারী পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন পাঁচ লাখ ও তৃতীয় স্থান অধিকারী পাবেন দুই লাখ টাকা।