এখন সুসময়, নিশ্চিন্তে বঙ্গবন্ধুর মহিমা কীর্তন করতে পারি : তথ্যমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের ট্রেনের বদলে পাকিস্তানের ট্রেনে উঠে পড়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাসদের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জাসদ সভাপতি ইনু বলেন, ‘রাজনৈতিক কারণেই জাসদ ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের বিরোধিতা করেছিল, বর্তমানে রাজনৈতিক কারণেই আওয়ামী লীগের সাথে ঐক্য করেছে। আর এ ঐক্য দেশ থেকে বিএনপি-জামায়াত নেত্রী গণতন্ত্রের মুখোশধারী খালেদা জিয়ার হাত থেকে দেশ বাঁচানোর জন্য।’
মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া দেশে জঙ্গি, খুনিদের হালাল করার চেষ্টা করছেন। যুদ্ধাপরাধীদের যেহেতু বিচার হয়েছে, এ দেশে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ারও বিচার হবে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘এখন সুসময়, এখন রাজাকাররা ক্ষমতায় নেই। এখন সুসময়, এখন নিশ্চিন্তে আমরা বঙ্গবন্ধুর মহিমা কীর্তন করতে পারি।’
বিকেল ৩টায় শেরপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন সংসদ সদস্য জাসদ নেত্রী শিরীন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ নেতা অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, শওকত রায়হান, নাজমুল হক প্রধান, ইকবাল হোসেন খান।
সম্মেলনে সভাপতিত্ব করেন শেরপুর জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন। সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান লবু।