মৌলভীবাজারে দুই জামায়াত নেতা গ্রেপ্তার
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়সাল আহমেদ (৩৫) ও বনি ইউনিয়ন জামায়াতের আমির কামাল উদ্দিন (৩০)।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের এ দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।