পর্যটন বর্ষ বরণে ৩১ ডিসেম্বর ‘মেগা বিচ কার্নিভাল’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালকে ‘পর্যটন বর্ষ’ হিসেবে ঘোষণা করেছেন। এ বর্ষ বরণ উপলক্ষে কক্সবাজারে তিনদিনব্যাপী ‘মেগা বিচ কার্নিভাল’-এর আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন। এ কার্নিভাল শুরু হবে ৩১ ডিসেম্বর।
মেগা বিচ কার্নিভালের নানা দিক তুলে ধরতে আজ শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব ছৈয়দ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুল নাসের, ট্যুরিজম বোর্ডের পরিচালক ভুবনচন্দ্র বিশ্বাসসহ বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেডের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ ডিসেম্বর ও নতুন বছরের প্রথম দুইদিন সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ‘মেগা বিচ কার্নিভাল’ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে জেলা প্রশাসন ও গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কার্নিভালে থাকছে বিচ ক্রিকেট, বিচ ফুটবল, মাছ ধরা প্রতিযোগিতা, সাইট ট্যুর, দেশের খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লাইভ কনসার্ট, ঘুড়ি ও ফানুস উড়ানো, কাবাডি খেলা, লেজার শো, সার্ফিংসহ বিভিন্ন অনুষ্ঠান।
একটি সূত্র জানায়, এ কার্নিভালের জন্য সরকারি ও বেসরকারিভাবে পাঁচ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে।