গাংনী পৌর নির্বাচনে সব মেয়র পদপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে সাতজন মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে যাচাই-বাছাই শেষে সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
এ সময় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, গাংনী থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সরোয়ার হোসেন, মেয়র পদপ্রার্থী, তাঁদের প্রস্তাবকারী ও সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।
মেয়র পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের বর্তমান মেয়র আহমেদ আলী, বিএনপির ইনসারুল হক ইন্সু, জাতীয় পার্টির (এরশাদ) মর্তুজা আলম বুলবুল, ইসলামী আন্দোলনের হুজ্জাতুল ইসলাম ফয়সাল, স্বতন্ত্র আশরাফুল ইসলাম ভেন্ডার, আসাদুজ্জামান বাবলু ও সাহানা ইসলাম সান্ত্বনা। আগামীকাল কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নয়নপত্র যাচাই-বাছাই করা হবে।