সড়ক দুর্ঘটনায় এসআই নিহত
মাগুরায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিউদ্দিন বিশ্বাস (৪৭) নামের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাঁইত্রিশ এলাকায় আজ রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহিউদ্দিন বিশ্বাস ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জেলার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত সুমন হোসেনকে (২৪) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাগুরা সদর থানার এসআই আবু হেনা মিলন জানান, আজ বিকেল ৪টার দিকে এসআই মহিউদ্দিন ঝিনাইদহের আরাপপুর এলাকার সুমনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাগুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাঁইত্রিশ এলাকায় ঝিনাইদহগামী একটি পিক-আপ ভ্যান তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।