মেহেরপুরে বধ্যভূমি দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্বালন
সারা দেশের মতো জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরে বধ্যভূমি দিবস উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার সন্ধ্যা ৬টা ১ মিনিটের সময় মোমবাতি প্রজ্বালনের উদ্বোধন করেন।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বসির আহমেদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য্য, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম শাহিনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।