রাবিতে শিবির সন্দেহে আটক দুই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449690418.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে শিবিরকর্মী সন্দেহে দুই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটক শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী ইমরান মাহফুজুর রহমান ও ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাজেদুর রহমান মালেক।
রাবি ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান সুমন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের কাছে শিবিরকর্মীদের নাম ও রুম নম্বরের তালিকা ছিল। পরে ওই তালিকা অনুযায়ী শহীদ জিয়াউর রহমান হলে অনুসন্ধান চালাই। সে সময় ৪২৬ ও ৪২৭ নম্বর কক্ষের মাহফুজুর ও মাজেদুর আগে শিবিরের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’
এ সময় তাঁদের মারধর করা হয়েছিল কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের হালকা চড়-থাপড় দেওয়া হয়।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ‘তাঁদের শিবির সন্দেহে আটক করে থানায় রাখা হয়েছে। এখন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’