ছিনতাই করতে গিয়ে দুই ভুয়া ডিবি আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/05/photo-1425566168.jpg)
মাইক্রোবাস নিয়ে পাঁচ-ছয়জন যুবক আসেন গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি সোহেল আহম্মেদের কাছে। নিজেদের পরিচয় দেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হিসেবে। একপর্যায়ে তাঁরা সোহেলের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। সোহেল চিৎকার দিলে স্থানীয় লোকজন যুবকদের দুজনকে ধরে পিটুনি দেয়। আজ বৃহস্পতিবার গাজীপুরের টঙ্গীর মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন রাজধানীর মিরপুরের রানা (৩৫) ও দক্ষিণ মনিপুর এলাকার জাহাঙ্গীর আলম (৩৪)। তাঁরা পুলিশের পাহারায় টঙ্গী সরকারি হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন।
টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মাইক্রোবাসে করে পাঁচ-ছয়জন যুবক নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয়ে স্থানীয় গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি সোহেল আহম্মেদের কাছ থেকে ফ্ল্যাক্সিলোড ও মোবিক্যাশের ছয় লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন। সোহেল চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ভুয়া দুই ডিবি পুলিশকে আটক এবং তাঁদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করে। আটক ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রামীণফোনের গাজীপুর জেলা ডিস্ট্রিবিউটর মো. মোবারক হোসেন এনটিভি অনলাইনকে বলেন, টঙ্গী মধুমিতা রোড এলাকায় বিভিন্ন দোকান থেকে ফ্ল্যাক্সিলোড ও মোবিক্যাশের ছয় লক্ষাধিক টাকা সংগ্রহ করে ওই বিক্রয় প্রতিনিধি তাঁদের সেনাকল্যাণ কার্যালয়ে যাচ্ছিলেন। পথে কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর (বিক্রয় প্রতিনিধি) কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনায় গ্রামীণফোনের জেলা ডিস্ট্রিবিউটর সুপারভাইজার আল আমিন বাদী হয়ে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে এসআই জহিরুল জানিয়েছেন।