তথ্য ও ধর্মমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
ময়মনসিংহে এক পথসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
দুই মন্ত্রী ৪ ডিসেম্বর ফুলপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শশধর সেনের পক্ষে স্থানীয় গোলচত্বরে আয়োজিত পথসভায় অংশ নেন। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
এর পরিপ্রেক্ষিতেই ইসি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত পালকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তবে এ ব্যাপারে জানতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুব্রত পালের মোবাইলে বেশ কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এ সময় ডিউটিতে ছিলাম। ৪ ডিসেম্বর রাত ৯টায় ধর্মমন্ত্রী মতিউর রহমান জামালপুর থেকে এবং রাত পৌনে ১০টায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শেরপুর থেকে ফেরার পথে শশধর সেন আয়োজিত ফুলপুর গোলচত্বর মঞ্চে উপস্থিত হন।’
ওসি আরো বলেন, ‘সেখানে ধর্মমন্ত্রী মতিউর রহমান প্রকাশ্যে ভোটারদের শশধর সেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। তথ্যমন্ত্রীও শশধর সেনকে বিজয়ী করার আহ্বান জানান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সংসদ সদস্য শরীফ আহমেদ।’
স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন এবারই প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে হচ্ছে। এ নির্বাচনে মেয়র পদপ্রার্থীরা নিজ নিজ দলের মার্কা নিয়ে লড়াই করবেন। যদিও কাউন্সিলর প্রার্থীরা স্বতন্ত্র হিসেবেই লড়বেন।
এ নির্বাচনের আচরণবিধিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়া নিষিদ্ধ রয়েছে। যদিও বিভিন্ন স্থানে সংসদ সদস্যদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া যাচ্ছে। এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তিন সংসদ সদস্যকে নোটিশ দিয়েছিল ইসি। জবাবে তিন সংসদ সদস্যই দুঃখপ্রকাশ করেছেন।
এসবের মধ্যেই দুই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠল।