কমলনগরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে বিএনপির সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর কালকিনি এলাকায় এ ঘটনা ঘটে।
আবদুল মান্নানকে (৫০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি চর কালকিনি কে আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও চর কালকিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
আহত শিক্ষকের ভাতিজা মঞ্জুর আলম জানান, গতকাল গভীর রাতে আট থেকে দশজন দুর্বৃত্ত তাঁর চাচাকে হত্যার উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর চাচির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় চর কালকিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাস্টার সাইফ উল্লাহ এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ভূঁইয়া বলেন, এ ব্যাপারে এখনো কেউ থানায় জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।