রামগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার পশ্চিম ভাদুর গ্রামের দেওয়ানবাড়িতে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।
পশুখাদ্যের ব্যবসায়ী মাসুদ আলাম জানান, তাঁরা চার ভাই একই বাড়িতে থাকেন। গতকাল দিবাগত রাতে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাতদল রাতে তাঁদের বাড়িতে হানা দেয়। দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁরা ৩৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও বিভিন্ন মালামালসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, এ ব্যাপারে তাঁদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।