পুলিশে চাকরির নামে প্রতারণা, যুবলীগকর্মী আটক
লক্ষ্মীপুরে পুলিশের কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবলীগকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে সদর উজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
আটক মো. শাহজাহানের (৪৫) বাড়ি ওই গ্রামেই।
লক্ষ্মীপুর ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা বলেন, একই গ্রামের ইউছুফের ছেলে মো. মাজহারুল ইসলামকে পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে শাহজাহান তাঁর কাছ থেকে এক লাখ টাকা এবং এক লাখ টাকার একটি চেক হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে মাজহারুল অভিযোগ করলে অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।