কক্সবাজারে অটোরিকশা-পিকআপভ্যান সংঘর্ষ, মাদ্রাসাশিক্ষক নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার চুয়ারফাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মহেশখালী-চকরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এহসানুল হক বদরী। তিনি সিকদারপাড়া জয়নুল আবেদীন মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল। তাঁর বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ব্লকে।
দুর্ঘটনায় আহত হন অটোরিকশার আরো ৪ যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি। আহত ৪ জনকেই স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি বদরখালী থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন এহসানুল। পথে চুয়ারফাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এহসানুল নিহত হন।
এ বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম চৌধুরী জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে।