রৌমারীতে মহিলা আওয়ামী লীগের পকেট কমিটি বাতিলের দাবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের নবগঠিত পকেট কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা মহিলা আওয়ামী লীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা এসব কর্মসূচির আয়োজন করেন।
দুপুরে উপজেলা শহরের ভোলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ছুরাইয়া সুলতানা, যুগ্ম আহবায়ক মাহমুদা আকতার স্মৃতি ও মহিলা লীগ নেত্রী শামীমা আকতার শিউলী।
সমাবেশে বক্তারা অবিলম্বে ‘গোপনে তৈরি করা’ পকেট কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।
গত ২৭ নভেম্বর রৌমারী উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান মহিলা লীগের নেতাকর্মীরা। পরে জেলা মহিলা লীগের নেতারা কাউন্সিল ছাড়াই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের স্ত্রী লাবনী জহিরকে সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদকের স্ত্রী জেসমিন নাহারকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করে।