ভৈরবকে হারিয়ে চ্যাম্পিয়ন আশুগঞ্জ
পলি ক্যাবলস ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা দল।
গতকাল রোববার বিকেলে ভৈরবের প্রস্তাবিত ট্রমা হাসপাতাল মাঠে আয়োজিত ম্যাচে ভৈরবের ভোরের পাখি ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে ৪-১ গোলে হারায় আশুগঞ্জ ফার্টিলাইজার ফুটবল একাদশ।
আমেনা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে পলি ক্যাবলস ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক (এজিএম) মাহবুব আলম চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
ওই সময় ভৈরব পৌরসভার মেয়র হাজী মো. শাহীন ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ও পলি ক্যাবলসের স্থানীয় পরিবেশক হাজী মো. শাহ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পহেলা নভেম্বর কিশোরগঞ্জ, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫টি উপজেলার ৩২টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন দৈনিক ‘লাল সবুজের দেশ’-এর প্রধান সম্পাদক আলহাজ সোহেল আহম্মেদ।