অপহরণের এক মাস পর মাদ্রাসাছাত্রের কঙ্কাল উদ্ধার
নরসিংদীতে অপহরণের এক মাস পর মোহাম্মদ বায়েজিদ (১২) নামে এক মাদ্রাসাছাত্রের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দগরিয়া এলাকার নির্মাণাধীন পেট্রলপাম্পের পেছন থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত বায়েজিদ শহরের বকুলতলা নূরিয়া মাদ্রাসার হেফজ বিভাগের আবাসিক ছাত্র এবং সদর উপজেলার কালাই গোবিন্দপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
নরসিংদী জেলা গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘সন্দেহভাজন হিসেবে আটক চারজনের মধ্যে রাসেলের মোবাইলের সূত্র ধরে বায়েজিদের কঙ্কাল উদ্ধার করা হয়েছে।’
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত ৫ ফেব্রুয়ারি রাসেল নামে এক নিকট আত্মীয় মাদ্রাসা থেকে বায়েজিদকে ডেকে নিয়ে যায়। তার পর থেকেই সে নিখোঁজ হয়। এই ঘটনায় ৯ ফেব্রুয়ারি বায়েজিদের বাবা খলিলুর রহমান বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করে। এদের মধ্যে রাসেলের মোবাইল ফোনের সূত্র ধরে শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে বায়েজিদের ফুফা মতিউরকে আটক করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বায়েজিদকে হত্যা ও লাশের খোঁজ দেন।
বায়েজিদের বাবা খলিলুর রহমান এনটিভি অনলাইনকে অভিযোগ করেন, ‘মতিউর বিদেশে যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা দাবি করেছিল। না পেয়ে আমার ছেলেকে হত্যা করেছে।’