গোয়ালন্দে মাহেন্দ্র উল্টে নিহত ১, আহত ২
রাজবাড়ীর গোয়ালন্দে একটি যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক নারী নিহত হয়েছেন। চালকসহ দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দৌলতদিয়ায় ইউনিয়ন পরিষদ অফিসের কাছে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগম(৬০) ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের আহমেদ মুন্সির ডাঙ্গি এলাকার আব্দুল খালেকের স্ত্রী। তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মাহেন্দ্রর চালক বিল্লাল ফকির(৩৫) ও নিহতের স্বামী আব্দুল খালেক(৬৫)। আব্দুল খালেককে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালক বিল্লালকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলাদীপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. নাজিমুদ্দিন জানান, যাত্রী নিয়ে মাহেন্দ্রটি ফরিদপুর থেকে মানিকগঞ্জ গড়পাড়া দরবার শরিফের উদ্দেশে যাচ্ছিল। পথে ওই এলাকায় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে মাহেন্দ্রটি উল্টে গেলে ঘটনাস্থলেই আছিয়া বেগম নিহত হন।
মো. নাজিমুদ্দিন আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আছিয়া বেগমের লাশ উদ্ধার করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।