কক্সবাজারে ৩ দিনব্যাপী ইজতেমা সম্পন্ন

কক্সবাজারে তাবলিগ জামাত আয়োজিত ইজতেমায় শনিবার আখেরি মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি : এনটিভি
তাবলিগ জামাত আয়োজিত তিনদিনের ইজতেমা কক্সবাজারে শেষ হয়েছে। সমাপনী দিনে শনিবার দুপুরে লাখো মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সাগরপাড়ের খোলা ময়দানে অনুষ্ঠিত ইজতেমার শেষ দিনে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ হোসেন।
গত বৃহস্পতিবার ইজতেমা শুরু হয়। কক্সবাজারে এটি দ্বিতীয়বারের মতো আয়োজন। এতে কক্সবাজার জেলা ছাড়াও বৃহত্তর চট্টগ্রামের মুসল্লিরাও অংশ নেন।
স্থানীয় জেলা প্রশাসন ও কক্সবাজার পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত এই ইজতেমা মানবজাতির শান্তি ও কল্যাণ চেয়ে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।