মংলায় আ.লীগ নেতার বাবার ইন্তেকাল
মংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক শেখ আবদুল কাদের (৯৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে শহরের বাতেন সড়কে বড় ছেলে ইব্রাহিম হোসেনের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
জানাজা শেষে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। শেখ আবদুল কাদের পাঁচ ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ তালুকদার আবদুল খালেকসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও সব শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোক অংশ নেন।
এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।