নির্বাচনে শেষ পর্যন্ত থাকবে বিএনপি : ফখরুল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/24/photo-1450967944.jpg)
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন, শেষ পর্যন্ত পৌর নির্বাচনে থাকবে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৌর নির্বাচন এবং সরকারবিরোধী আন্দোলন একসঙ্গে চলবে। একই সময়ে দলের পুনর্গঠনও অব্যাহত থাকবে।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে ফখরুলকে বহনকারী বিমানটি সৈয়দপুর বিমানবন্দর অবতরণ করে। সেখান থেকে দলীয় কার্যালয়ে যান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির থাকা না-থাকা নিয়ে জল্পনা-কল্পনা রয়েছে। কিছু কিছু মহলের শঙ্কা, সিটি করপোরেশন নির্বাচনের মতো পৌরসভায়ও মাঝপথে সরে দাঁড়াতে পারে বিএনপি। তবে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এমন জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘বিএনপির অসংখ্য নেতা-কর্মীকে গুম করা হয়েছে। অনেককে জেলে আটক রাখা হয়েছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে, গণতন্ত্রকে উদ্ধার করতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। যদিও পৌর নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। তারপরও দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে এবং গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে পৌর নির্বাচনে অংশ নিয়েছি আমরা। বর্তমান সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন পৌর নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা নির্বাচনে আছি, শেষাবধি থাকব। জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রাণের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘পৌর নির্বাচনে অনুকূল পরিবেশ নেই। বিএনপিসহ বিরোধী জোটের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করা হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে, হত্যা ও গুম করা হচ্ছে। বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। দেশের মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ কারণে পৌর নির্বাচনকে বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এ চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। জনগণ ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সরকারের সব ষড়যন্ত্রের জবাব দেবে।’
বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে হেঁটে সৈয়দপুর শহরে নির্বাচনী প্রচারে অংশ নেন মির্জা ফখরুল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সৈয়দপুর পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান প্রমুখ।
বিকেলে মির্জা ফখরুল জলঢাকা পৌরসভায় ভূমি অফিস মাঠে এক পথসভায় বক্তব্য দেন। পৌর বিএনপির সভাপতি আহমেদ সাঈদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল বলেন, ‘বিজয় আমাদের নিশ্চিত। ভোট যাতে চুরি না হয়, নির্বাচনের ফলাফল কেউ যাতে পাল্টাতে না পারে এজন্য এখন থেকে আপনারা পাহাড়া দেবেন।’
ওই পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুর আরেফিন চৌধুরী, সাধারণ সম্পাদক সামসুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর নির্বাচনের মেয়র পদপ্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরী প্রমুখ। সভা শেষে মির্জা ফখরুল হেঁটে জলঢাকা শহরে বিএনপির মেয়র পদপ্রার্থী ফাহমিদ ফয়সাল চৌধুরীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।