লক্ষ্মীপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সন্ধ্যায় শহরের তমিজ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সদস্য ও লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী বদরুল আলম শাম্মী, জেলা সৈনিক লীগের সভাপতি আবদুর রহিম সওদাগরসহ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে বদরুল আলম শাম্মী, আবদুর রহিম সওদাগর ও মিজানুর রহিমকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও অন্যদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয় এবং আওয়ামী লীগের উভয় পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নছির আহমদ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে উত্তর তেমুহনীর লিল্লাহ মসজিদ এলাকায় আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও মেয়র প্রার্থী বদরুল আলম শাম্মীর নেতৃত্বে শাঁখারিপাড়া রোড থেকে একটি মিছিল তমিজ মার্কেট এলাকায় এসে পৌঁছালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন নেতা-কর্মী আহত হন।
বদরুল আলম শাম্মী অভিযোগ করে বলেন, তাঁদের মিছিলে অতর্কিত হামলা চালানো হয়েছে। এমনকি অস্ত্র উঁচিয়ে মিছিলের লোকজনকে হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ ঘটনার জন্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কেএম সালাউদ্দিন টিপুকে দায়ী করেন তিনি।
তবে হামলার কথা অস্বীকার করে সালাউদ্দিন টিপু বলেন, সিএনজি শ্রমিকদের ভাড়ার টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে মিছিলের ওপর হামলা চালায়। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন, বরং শ্রমিকদের বিবাদ মেটাতেই সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন টিপু।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো লিখিত অভিযোগ করেননি বলে জানান তিনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।