অপহরণের পর দুজনকে রামগতি থেকে উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার থেকে অপহৃত দুজনকে বড়খেলি এলাকায় উদ্ধার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এদের উদ্ধার করা হয় বলে জানান ডিবি সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল।
এএসআই রেজাউল আরো জানান, উপজেলার বড়খেলি এলাকায় রাস্তায় দুজনকে ফেলে যায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
গতকাল শুক্রবার দুপুরে কার্গো জাহাজে হামলার পর মাস্টার কামরুল ইসলাম ও স্টাফ জসিমকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও জাহাজ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে কয়লাবোঝাই কার্গো জাহাজ বিউটি অব ভাগ্যকুল চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। জাহাজটি রামগতি ও হাতিয়ার সীমান্তবর্তী টাংকির বাজার এলাকায় পৌঁছালে জলদস্যুরা এতে হামলা চালায়। এ সময় জাহাজের মাস্টার কামরুল ইসলাম ও স্টাফ জসিম উদ্দিনকে অপহরণ করে গেছিল তারা।