আবারও সেনা মোতায়েনের দাবি মির্জা ফখরুলের
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আবারেও সেনা মোতায়েনের দাবি জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্র রক্ষায় বিএনপি পৌর নির্বাচনে অংশ নিয়েছে। বর্তমান সরকারের জুলুম-নির্যাতনকে প্রতিহত করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে সুসংগঠিত করতে হবে।
আজ শনিবার সন্ধ্যার পর সিরাজগঞ্জ শহরে জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে সাংবাদিকদের মির্জা ফখরুল এসব কথা বলেন।
এর আগে উত্তরাঞ্চল সফর শেষে সন্ধ্যা ৬টায় সিরাজগঞ্জ পৌঁছে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় সিরাজগঞ্জ পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট এম মোকাদ্দেস আলীর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ শেষে পথসভায় বক্তব্য দেন ফখরুল। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালালেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ না করে নীরবতা পালন করছেন। তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল নিয়ে ঘরে ফেরার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, বিএনপি নেতা আজিজুর রহমান দুলাল, সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আবদুল জব্বার বাবুসহ অঙ্গ-সহযোগী নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের ইলিয়ট ব্রিজের সামনে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেন। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খেদন সর্দারের মোড়ে গিয়ে গণসংযোগ শেষ হয়। রাতেই তিনি সিরাজগঞ্জ ত্যাগ করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।