পৌরসভা নির্বাচনে ইসির মনিটরিং সেল
আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটের দিন পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য সাত সদস্যের মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেলের নেতৃত্বে রয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন।
অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন কর্মকর্তা, একজন পুলিশ সুপার (এসপি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), আনসার-ভিডিপির মেজর পর্যায়ের কর্মকর্তা এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার অথবা অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা।
এ বিষয়ে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. সামসুল আলম বলেন, নির্বাচনের দিন এই সেল বা কমিটি ২৩৪ পৌরসভার আইনশৃঙ্খলার পরিস্থিতি তদারকি ও পর্যবেক্ষণ করবে এবং তা ইসিকে অবহিত করবে। পাঠ পর্যায়ে প্রয়োজন অনুযায়ী ইসির নির্দেশের পর ব্যবস্থা নিতে বলবেন।
আগামী বুধবার সারা দেশে একযোগে ২৩৪টি পৌরসভায় মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন হতে যাচ্ছে। মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে।