আচরণবিধি লঙ্ঘন
নকলায় ছাত্রলীগকর্মীকে ছয় মাসের সাজা

শেরপুরের নকলা পৌরসভায় আচরণবিধি লঙ্ঘন করার দায়ে আজ সোমবার দুপুরে ছাত্রলীগের এক কর্মীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মোল্লা এই সাজা দেন।
প্রশাসন সূত্রে গেছে, গতকাল রাত থেকে মোটরসাইকেল চালনা নিষিদ্ধ করে নির্বাচন কমিশন। কিন্তু নিষেধাজ্ঞা ভেঙে মোটরসাইকেলে করে প্রচার চালানোর দায়ে ছাত্রলীগকর্মী সোহাগকে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।