কচুয়ায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনে বাধা নেই
চাঁদপুরের কচুয়া পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এতে তাঁর নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ঈমান আলী হাইকোর্টের আদেশ স্থগিত আবেদনের ওপর ‘নো অর্ডার’ দেন। এই আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। বিদ্রোহী প্রার্থী আহসানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।
খুরশিদ আলম খান এনটিভি অনলাইনকে বলেন, পৌরসভা নির্বাচনে আহসান হাবিব প্রাঞ্জল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোয়নপত্র বাতিল করলে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন। গত ২৩ ডিসেম্বর হাইকোর্ট আহসান হাবিব প্রাঞ্জলের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল আলম। আজ শুনানি শেষে চেম্বার বিচারপতি ঈমান আলী হাইকোর্টের আদেশ স্থগিত না করে নো আর্ডার দেন।
গত ৬ ডিসেম্বর তথ্য গোপনের অভিযোগে আহসানের মনোনয়নপত্র বাতিল করেন কচুয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন আহসান হাবিব প্রাঞ্জল।