রাঙামাটি যুবদলের চার নেতাকে বহিষ্কার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সভায় আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা যুবদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে এ সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃতরা হলেন জেলা যুবদলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. আজিজ, সহ-তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন, সদস্য মো. ইউনুছ ও মো. মহসিন। তাঁদের চারজনকেই যুবদলের সব পদপদবি থেকেই বহিষ্কার করা হয়েছে।
রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।