দাগনভূঞায় বিএনপির প্রার্থীর ওপর হামলার অভিযোগ
ফেনীর দাগনভূঞা পৌরসভায় বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেকের মধ্যে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেন মেয়র পদপ্রার্থী কাজী সাইফুর রহমান স্বপন।
স্বপন আরো অভিযোগ করেন, তাঁর ভোটারদের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরা বাধা দিয়েছে এবং বহিরাগতরা রাতেই কেন্দ্র দখল করে নিয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. ওমর ফারুক খান।
নয়টির মধ্যে তিনটি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকালে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি তেমন ছিল না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।
দাগনভূঞা পৌরসভায় ১০টি কেন্দ্র ও মোট ২০ হাজার ৫৪৭ জন ভোটার রয়েছেন। এ ছাড়া ফেনী সদর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে একজন কাউন্সিলর পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফেনীর তিনটি পৌরসভার মধ্যে ফেনী সদর ও পরশুরাম পৌরসভার আওয়ামী লীগ মনোনীত দুজন মেয়র, ৩৭ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
দাগনভূঞা পৌরসভায়ও নয়জন কাউন্সিলরের মধ্যে ছয়জন কাউন্সিলর ও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী হওয়ায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
দাগনভূঞা পৌরসভায় একজন মেয়র ও তিনজন কাউন্সিলর পদে এবং ফেনী সদর পৌরসভার একজন কাউন্সিলর পদে ভোট গ্রহণ চলছে।