রংপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ
রংপুরে সাংবাদিক উৎস রহমানকে হত্যা ও সাংবাদিক এস এম পিয়ালকে অপহরণের প্রতিবাদে আজ রোববার সকালে শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছেন সাংবাদিকরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা না নিলে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ২৩ ডিসেম্বর মধ্যরাতে শহরের দমদমা এলাকায় হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর সিনিয়র রিপোর্টার সিটি প্রেসক্লাবের সদস্য মশিউর রহমান ওরফে উৎস রহমানকে। এর এক সপ্তাহ পর ৩১ ডিসেম্বর দুপুর ২টার দিকে প্রকাশ্যে শহরের সেনপাড়ায় দৈনিক রংপুর চিত্রের অফিস থেকে আট-দশজন সন্ত্রাসী অস্ত্রের মুখে রংপুর চিত্রের সিনিয়র রিপোর্টার সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এস এম পিয়ালকে অপহরণ করে নগরীর শাহীপাড়ায় নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় রংপুর চিত্রের অফিস ভাঙচুর করে সন্ত্রাসীরা।
এ দুটি ঘটনায় উদ্বিগ্ন রংপুরের সাংবাদিকরা আজ বেলা ১১টায় মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু, সাধারণ সম্পাদক আলী আশরাফ, সিটি প্রেসক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, সহসভাপতি এ কে এম মঈনুল হক, দিশা নুর, রফিক সরকার।