রাঙামাটিতে পুনর্নির্বাচন দাবি জেএসএসের
রাঙামাটি পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। আজ রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা অবরোধ পালন শেষে বিকেলে এক সমাবেশে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেবে দলটি। সমাবেশ বক্তব্য দেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় নেতা উদয়ন ত্রিপুরা।
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দলের ব্যাপক কারচুপি, চরম অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতিত্বমূলক ভূমিকার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে জেএসএস আজ রাঙামাটি জেলায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করে।
অবরোধের কারণে সকাল থেকেই রাঙামাটি শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। শহর থেকে কোনো বাস-লঞ্চ ছেড়ে যায়নি, বন্ধ আছে শহরে চলাচলের একমাত্র বাহন অটোরিকশাও।
অবরোধের সমর্থনে শহরের কয়েকটি স্থানে জনসংহতি সমিতির নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা গেছে। শহরের বিভিন্নস্থানে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। সারাদিন কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবেই অবরোধ পালিত হয়েছে।
বিকেলে জনসংহতি সমিতির মুখপাত্র ও কেন্দ্রীয় কমিটির সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপ্তাই উপজেলার রাইখালীতে ক্ষমতাসীন দলের কতিপয় সদস্য জনসংহতি সমিতির সদস্যদের হুমকি-ধমকি দেয় এবং অবরোধ ভাঙার অপচেষ্টা করে। এ ছাড়া সকাল-সন্ধ্যা সড়ক ও জলপথ অবরোধ কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে রাঙামাটিতে আওয়ামী লীগের প্রার্থী আকবর হোসেন চৌধুরী ১৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জনসংহতি সমিতির প্রার্থী গঙ্গামানিক চাকমা। তিনি পান ১০ হাজার ১৯৮ ভোট। নির্বাচনে ব্যাপক জালভোট প্রদান ও ভোট কারচুপির অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও বিএনপি। বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো নির্বাচনে সাত হাজার ৩৫৫ ভোট পান।