মেহেরপুরে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূ সুফিয়া খাতুনের লাশ ২১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার কল্যাণপুর গ্রামের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুফিয়া খাতুন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, রোববার বেলা ১টার দিকে গ্রামের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান গৃহবধূ সুফিয়া খাতুন। স্থানীয় লোকজন বিভিন্নভাবে চেষ্টা করে তাঁকে উদ্ধার করতে পারেনি। পরে আজ সকালে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে আসে। মতিয়ার রহমানের নেতৃত্বে ডুবুরি দলটি পুকুরে তল্লাশি চালিয়ে সকাল ১০টার দিকে সুফিয়ার লাশ উদ্ধার করে।