রাঙামাটিতে তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন আয়োজন কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হাসান মুরাদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রেশমী বড়ুয়া, ব্যবস্থাপনা বিভাগের তাজুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের কমেশ চাকমা।
পরে শিক্ষার্থীরা চার দফা দাবি উল্লেখ করে রাঙামাটি কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবরে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি অন্তত এক মাস পেছানোর দাবি জানান।