‘টাইগাররা, তোমরা দারুণ খেলেছ’

নিজ দেশ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় টাইগারদের অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
খেলা শেষ হওয়ার পরই টুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন গিবসন। তিনি লিখেছেন, ‘অভিনন্দন টাইগাররা! তোমরা দারুণ খেলেছ!’
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও অস্ট্রেলিয়ার হাইকমিশনারও বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক এক বার্তায় লিখেছেন, ‘অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয়ী বাংলাদেশকে উষ্ণ অভিনন্দন।’ মাহমুদউল্লাহ রিয়াদের নাম উল্লেখ করে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম শতক করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাঁকে অভিনন্দন।’
যুক্তরাষ্ট্রের ঢাকা দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়, ‘ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় জয়ে বাংলাদেশকে অভিনন্দন।’
অ্যাডিলেডে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। এই খেলাতেই মাহমুদ উল্লাহ রিয়াদ বাংলাদেশের পক্ষে বিশ্বকাপের কোনো ম্যাচে প্রথম শতক করলেন। তবে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের গুঁড়িয়ে দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পেসার রুবেল হোসেন।