মেহেরপুরে যাত্রা উৎসবের উদ্বোধন
‘শেকড়ের শুদ্ধ উৎসবে প্রাণের আনন্দ’ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে পাঁচ রাতব্যাপী যাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর সামসুজ্জোহা পৌর পার্কে এ উৎসবের উদ্বোধন হয়।
জেলা শিল্পকলা একাডেমি এ উৎসবের আয়োজন করে। উৎসব চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) শফিকুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা আক্তার বানু।
উৎসবের পঞ্চম দিনে পাঁচটি যাত্রাপালা মঞ্চস্থ হবে। শুক্রবার প্রথম রজনীতে মঞ্চস্থ হয় জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনা, ভৈরব গঙ্গোপাধ্যায়ের রচনা এবং মশিউজ্জামান বাবু ও আবদুল ওয়াদুদের নির্দেশনায় যাত্রাপালা ‘দেবি সুলতানা’।
আয়োজকরা জানিয়েছেন, অশ্লীল নৃত্য আর অসাধু ব্যবসায়িক চিন্তার প্রতিফলনে সভ্য সমাজের রুচিশীল মানুষকে যাত্রামুখী করতে এবং অপসংসস্কৃতির করালগ্রাসে বিলুপ্তপ্রায় যাত্রাশিল্পকে ধ্বংসের পথ থেকে বাঁচাতেই এমন উদ্যোগ।