অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শরীফুল ইসলামসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমর্থকরা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন।
ফোরামের সহসভাপতি অ্যাডভোকেট মো. শফিউজ্জামানের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জুয়েল, মীর মো. ইকবাল হোসেন বিপ্লব, বদরুল মোমেন মিঠু,এম সাজ্জাদুল হক, আবুল কাশেম অনু ও নজরুল ইসলাম।
মঞ্জুরুল ইসলাম জুয়েল বর্তমান সরকারকে অবৈধ দাবি করে বলেন, নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার বিরোধী দলের ওপর নজিরবিহীন দমন-পীড়নের পাশাপাশি স্বাধীন মত প্রকাশের অধিকারকেও হরণ করতে অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সংবাদমাধ্যম বন্ধ এবং সংবাদকর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা দায়ের ও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে।
এ সময় বক্তারা এসব দমন-পীড়নের তীব্র নিন্দা জানান এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অবিলম্বে মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তি দাবি করেন। সেই সঙ্গে গ্রেপ্তার করা বিএনপির সব নেতা-কর্মীর মুক্তি দাবি করেন।