তিন বাহিনীর প্রধানদের সঙ্গে নেপাল সেনাপ্রধানের সাক্ষাৎ

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল গৌরব শমসের জং বাহাদুর রানা।
আজ মঙ্গলবার সকালে নেপালের সেনাপ্রধান সেনানিবাসের শিখা অনির্বাণে স্বাধীনতাযুদ্ধে শহীদ সেনাদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুল দেওয়ার পর সেনাকুঞ্জে তাঁকে ‘গার্ড অব অনার’প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল।
এরপর গৌরব শমসের জং বাহাদুর রানা সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর সদর দপ্তরে সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে বিমান বাহিনীর সদরদপ্তরে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মো. এনামুল বারী, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে বনানীর নৌ সদর দপ্তরে সাক্ষাৎ করেন নেপালের সোনাপ্রধান। বৈঠককালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
গতকাল সোমবার জেনালের জং বাহাদুর রানার নেতৃত্বে নেপাল সেনাবাহিনীর চার সদস্যের একটি প্রতিনিধিদল চারদিনের সফরে বাংলাদেশে আসেন।