বাঁচতে চায় ‘ফার্স্ট গার্ল’ চৈতী
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/10/photo-1452421346.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মনিকা রহমান চৈতী। লেখাপড়ায় বরাবরই ভালো। ক্লাসের ফার্স্ট গার্ল চৈতীর সব ধ্যান-ধারণা, চিন্তা ও কর্মকাণ্ড পড়ালেখা কেন্দ্রিক। ভদ্র, বিনয়ী আর মিশুক স্বভাবের হওয়ায় শিক্ষক, বন্ধু, সহপাঠী, সিনিয়র জুনিয়র সবারই প্রিয় চৈতী।
চৈতীর স্বপ্ন জীবনে বড় কিছু হবেন। কিন্তু তাঁর সে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অসুখ। চৈতীর শরীরের দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। গত তিন মাস ধরে তার চিকিৎসা চলছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে।
এ যাবৎ চিকিৎসার জন্য ব্যয় হয়ে গেছে প্রায় ২০ লাখ টাকা। চৈতীর চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে তার পরিবার। বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৪০ লাখ টাকা। তাই অসহায় হয়ে এবার সাহায্যের জন্য আবেদন করেছেন সমাজের বিত্তবানদের কাছে। কারণ চৈতী যে বাঁচতে চান, পাড়ি দিতে চান তাঁর স্বপ্নের পথে বহুদূর।
সম্ভাবনাময় এ প্রাণটিকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন নিয়ে তাঁর সহপাঠীরাও ছুটছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে। কিন্তু তাতে কতইবা হয়। বিত্তবানরা এগিয়ে না এলে হয়তো অকালেই ঝরে যাবে চৈতীর মতো সম্ভাবনাময় একটি প্রাণ, সাথে অপমৃত্যু ঘটবে কিছু স্বপ্নের।
চৈতীর জন্য সাহায্য পাঠাতে চাইলে :
মো. মতিউর রহমান
সঞ্চয়ী হিসাব নং : ১০০০০২৫৪২
সোনালী ব্যাংক, কমলাপুর শাখা
বিকাশ অ্যাকাউন্ট নম্বর : ০১৭৫০৪৪৭৪০৮
প্রয়োজনে যোগাযোগ : ০১৭৬৫৪৪৪৯৮৩, ০১৭৬০৭৩০৫৭৫