গোবিন্দগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জের একটি বাঁশঝাড় থেকে তৃতীয় শ্রেণির ছাত্র মশিউর রহমানের (১০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের অদূরে বাঁশঝাড়ে মশিউরের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা মৃতদেহটি উদ্ধার করে। মশিউর রামপুরা গ্রামের গোলাম আলীর ছেলে।
পরিবার জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশীর বাড়িতে টিভি দেখার সময় নিখোঁজ হয় মশিউর। একপর্যায়ে সকালে বাড়ির পাশে বাঁশঝাড় থেকে বস্তাবন্দি গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তাঁদের।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম জানান, শিশুটির গলার ডান পাশে ও শরীরে একাধিক জখম রয়েছে। মৃতদেহটি বস্তায় থাকলেও মুখ খোলা ছিল।