গর্জন অ্যাডিল্যাডে, উল্লাস সারা দেশে

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে মাশরাফিদের জয়ের আনন্দ উদযাপন ও উল্লাস অব্যাহত আছে। আজ মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দল, সংগঠন, শ্রেণি-পেশার বিভিন্ন বয়সের লোকজন আনন্দ মিছিল বের করে। মিছিল বের করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষকরাও। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের কয়েক শ ছাত্রছাত্রী আজ সকালে পতাকা হাতে বিজয় মিছিল করে। মিছিলটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আফজাল হোসেন, ভোলা : আজ বেলা সাড়ে ১১টার দিকে শহরের মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি শহরের সদর রোডের বরিশাল দালানের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিজয় সমাবেশ হয়। গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক হারুন-অর-রশিদ ট্রুমেন, মো. মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি ইয়ারুল আলম লিটন, সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে স্থানীয় সার্কিট হাউজের সামনে অনুষ্ঠিত হয় আনন্দ সমাবেশ। জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকী ও বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বাবা উবায়েদ উল্লাহসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকের নেতৃত্বে বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে দুপুরে শহরের হরিকিশোর রায় রোডে জেলা বিএনপির কার্যালয় থেকে জাতীয় ও দলীয় পতাকা হাতে একটি বিজয় মিছিল বের করা হয়। এতে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সামনে-পিছনে কড়া পুলিশি পাহারার মধ্যে মিছিলটি নতুন বাজার, বিদ্যাময়ী স্কুল ও জেলা স্কুল রোড প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে টাইগারদের অভিনন্দন জানিয়ে নেতা-কর্মীরা বক্তব্য দেন। মিছিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওহাব আকন্দ, যুগ্ম সম্পাদক কাজী রানা ও শিব্বির আহমেদ ভুলু, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম, শেখ আজিজ, শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ, যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, কায়কোবাদ মামুন, আলী আজগর খান সোহাগ, সাঈদ আহাম্মেদ মুকুল প্রমুখ।
এছাড়া আনন্দ মোহন কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের করে টাইগার ভক্তরা।
মুহাম্মদ আবুতৈয়ব, খুলনা : খুলনা নগরে পৃথক মিছিল করেছে ক্ষমতাসীন ১৪ দলীয় জোট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। বেলা সাড়ে ১১টায় আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। এতে খুলনা-২ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান নেতৃত্ব দেন। এতে আওয়ামী লীগের খুলনা থানা সভাপতি সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা সভাপতি সিদ্দিকুর রহমান, ফকির সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা ও বাবুল রানা উপস্থিত ছিলেন।
দুপুর ১২টার দিকে শহরের কে ডি ঘোষ রোডে বিএনপির কার্যালয় থেকে মিছিল বের করে ২০ দলীয় জোট। এতে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সহ সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা, ফখরুল আলম, জামায়াতের মাস্টার শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আহসান হাবীব, রাজবাড়ী : ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের জয়ের পর গতকালের মতো আজও রাজবাড়ী শহরে আনন্দ মিছিল হয়েছে। বেলা ১১টার দিকে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মিছিলটি কালেকটরেট ভবন চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। রাজবাড়ীর জেলা প্রশাসক এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাদ্য বাজিয়ে, রং ছিটিয়ে আনন্দ-উল্লাস করতে থাকে। মিছিল শেষে কালেকটরেট ভবন চত্বরে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, সিভিল সার্জন মাহবুবুল হক প্রমুখ।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : আজ পাবনায় আনন্দ মিছিল করেছে জেলা প্রশাসন। মিছিলে অংশ নেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোল্লা মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুন্সী মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) এস এম মোস্তাইন হোসেন, সদর সার্কেল মোমিনুল করিম, মুক্তিযোদ্ধা সংসদের পাবনা জেলা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগ নেতা চন্দন ঠাকুর, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান মুক্তা, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির উপব্যবস্থাপক এ এফ এম আজাদ কামাল, সাংবাদিক আব্দুল মতিন খান, নির্বাহী কর্মকর্তা, স্কুলের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা সকালে ঢোল বাজিয়ে রং মাখিয়ে শহরে আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য দেন হাবিবুর রহমান তোতা, পূর্ণিমা ইসলাম, শেখ তুহিন, মোসাব্বির হোসেন সঞ্জু, জহুরুল ইসলাম প্রমুখ।
ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া : কুষ্টিয়ায় আনন্দ মিছিল করছে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। আজ দুপুর ১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিলটি বের হয়। বিভিন্ন বাদ্যের তালে তালে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে। কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিসহ দলীয় নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।
মারুফ আহমেদ, সিলেট : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিজয় র্যালি করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। দুপুরে নগরের কোর্ট পয়েন্টে মধুবন মার্কেটের সামনে থেকে বিজয় র্যালিটি বের হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী, মহানগর ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার প্রমুখ।
দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে চৌহাট্টায় গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, মহানগর মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব ডা. নাজমুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য আজমল বখত সাদেকসহ অনেকে।
হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিভিন্ন সংগঠন আনন্দ মিছিল করেছে। আজ দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থা থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। এরপর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের করে। এ ছাড়া আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন পৃথকভাবে শহরে আনন্দ মিছিল করে।
আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ : জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে আজ দুপুরে আনন্দ মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সুইট হেভেনের সামনে সমাবেশ করে। জেলা বিএনপির সহসভাপতি আজাদ হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে সহসভাপতি আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক এস এ কবীর জিন্নাহ, বিএনপি নেতা মাকসুদুর রহমান মুকুল, আইনজীবী নেতা গোলাম মোস্তফা, আসাদুজ্জামান আসাদ, ইমরুল আলম চৌধুরী সবুজ, সুজা উদ্দিন আহমেদ বুলবুল, ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন, যুবদল নেতা আব্দুল মতিন বিশ্বাস, জেলা জাসাসের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাজী নাদিম হোসেন টুয়েল, ছাত্রদল নেতা সিহাব সুমনসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলের সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট : সারা দেশের মতো বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছে জয়পুরহাটের ক্রীড়ামোদি সর্বস্তরের মানুষ। আজ দুপুরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহরে আনন্দ মিছিল বের করা হলে জেলা আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের ক্রীড়ামোদিরা অংশ নেয়। আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাগুরায় বিএনপির পক্ষ থেকে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে যুবদল নেতা মাহবুবুল আলম টিপু ও ছাত্রদল নেতা অমিতের নেতৃত্বে বিজয় মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের পারনান্দুয়ালী স্কুলের সামনে থেকে শুরু হয়ে বেপারীপাড়া জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর : আজ বিকেল সাড়ে ৩ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের উদ্যোগে ও ক্রীড়া সংস্থার সহযোগিতায় বিজয় মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. হাফিজ উল্লাহ প্রমুখ।